শুনির ধরছি ঝাড়গ্রাম রাজবাড়ির ভিতরা যে টুরিস্ট কমপ্লেক্স আছে ওটিখোনা এখনা রাজকীয় সুইট বানেবার পরিকল্পনা করিছে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর।
👉নয়াকরি একটা পানশালা বানেবারও নাকি পরিকল্পনা চলির ধৈরচে পাশতে। কিন্তুক রাজপরিবারের সদস্যলার এই ব্যাপারটাত সমর্থন করির ধৈরচে না। উমার আরো অভিযোগ টুরিস্ট কমপ্লেক্স থাকি যে লাভ হৈবে তার 1% রাজপরিবারের সদস্যলা পাইবে। দুঃখের বিষয় ঐ কমপ্লেক্স লোকসানত চলির ধৈরচে আর উমার আশাত জল ঢালি দিচে।
⁉️কোচবিহার রাজপ্রাসাদের মাঠের আগিলা পাছিলাতো নাকি এই নাখান টুরিস্ট কমপ্লেক্স বা রিয়াল এস্টেট এর পরিকল্পনা চলির ধৈরচে যদিও কনফার্মড খবর এলাও জানা যায় নাই।
⁉️পোশনো হৈল্-
1. কোচবিহার রাজপরিবারের সদস্যলা কি এই ব্যাপারটাত সায় দিবে? হেরিটেজ রক্ষা হৈবে?
2. রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ডের এলাও কোনো বক্তব্য পাওয়া যায় নাই।
3. যদি MOU বা এগ্রিমেন্ট হয়, লাভের কত শতাংশ রাজপরিবারের সদস্য বা রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড পাইবে? তালে ঝাড়গ্রাম রাজবাড়ির সদস্যলার মতন যে হৈবে না তার কোনো গ্যারান্টি নাই। একবার কনস্ট্রাকশন হৈলে সেইটা চিরস্থায়ী হয়া যায়।
4. কোচবিহারের সাধারণ মানষি বিশেষ করি কোচ রাজবংশী মানষির কি অভিমত এই ব্যাপারটাত?



View All Posts | আপনিও পোস্ট করুন | Advertise your Product or Service |
One reply on “টুরিস্ট কমপ্লেক্স /ঝাড়গ্রাম রাজবাড়ি / হেরিটেজ কোচবিহার রাজবাড়ি/”
Very good