🔰লোকসভা ভোটের পরপরই তৃণমূলের ভরাডুবির জন্যে প্রশাসনিক পদত রদবদল করা হয়। সেই হিসাবে জলপাইগুড়ির প্রাক্তন সাংসদ মাননীয় বিজয়চন্দ্র বর্মন লোকসভা ভোটে হারার পরেও SJDA চেয়ারম্যান হয়। 6 মাস না যাইতেই উমার অপসারন / পদত্যাগ নিয়া মেলা পোশনো জাগির ধৈরচে মানষির মনত বিশেষ করি ভূমিপূত্র কোচ রাজবংশী মানষিলার মনত।উমার জন্যে কি আদৌ ইয়ার থাকি উচা পদ বাচ্চে আছে নাকি অন্যকিছু?#SJDA Chairman#SJDA > Siliguri Jalpaiguri Development Authority

Related Posts
মহারাজা নরেন্দ্রনারায়ণের রাজত্বকাল ও কামতা সাহিত্যের অংশবিশেষ।
পণপ্রথা ও সতীদাহ কামতা কোচ রাজবংশী সংস্কৃতি বহির্ভূত !
নারায়ণী রেজিমেন্ট ও তার ভবিষ্যৎ – সংক্ষেপে আলোকপাত।