ভাষার ঝগড়া
রোহিত বর্মন
রাজবংশী, মুই রাজবংশী।
মুই কং রাজবংশী ভাষা না,
কামতাপুরী ভাষা মুই এ জানং এলাং,
তোমাক কেংকরি কং।।
মুই খাটি রাজবংশী,
মোর বাপ কয় কামতাপুরী ভাষা।
কাকা কয় রাজবংশী ভাষা।
মুই এলা কোনটা কং মুই এ বুজির না পাং।
বাপক কং কেনে এই কেন কেছাল?
বাপ কয় বুঝবু না বেটা।
কাকাও ওই ঘুরিয়া ফিরিয়া কয় একে কথা।
হায়রে কপাল কতদিনে থামবেএইক্যান কেছাল?
মুই বুঝলুংনা এলাং।।
View All Posts | আপনিও পোস্ট করুন | Advertise your Product or Service |
One reply on “রাজবংশী/কামতাপুরী ভাষা নিয়ে লেখা। ।”
Bhaal hoiche