🔰ভুমিপুত্র ঐক্যমন্চের সাংবাদিক সন্মেলন হল আজ জলপাইগুড়ি প্রেস ক্লাবে। সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন ঐক্য মন্চের চেয়ারম্যান মাননীয় বংশীবদন বর্মন ও ভাইস চেয়ারম্যান মাননীয় অতুল রায় মহাশয়।
যে যে বিষয়গুলো আজকে তুলে ধরা হয়েছে সেগুলি হল –
1. নারায়ণী রেজিমেন্ট অবিলম্বে গঠন করা।
2. NRC লাগু করা।
3. সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ড বিল বাতিল করা।
4. দেবত্তর ট্রাস্ট বোর্ড সঠিক ভাবে পরিচালিত হওয়া।
5. কুচবিহার ডেভেলপমেন্ট ফান্ডের পুনরুদ্ধার আর সঠিক ব্যবহার।
6. আলাদা রাজ্যের দাবী নিয়ে সকল মানুষকে সঙ্গে নিয়ে জোরদার আন্দোলন করা।
👉কথা হল সাধারন শিক্ষিত চাকরীজীবী ভুমিপুত্ররা কতটা ঐক্যের প্রতি আর আন্দোলনের প্রতি সহানুভূতিশীল। ধনী, গরীব, উচ্চশিক্ষিত, অল্পশিক্ষিত তথা বিভিন্ন পেশা নির্বিশেষে সকল ভুমিপুত্র নাগরিক কী উপরের দাবীদাওয়া নিয়ে ওয়াকিবহাল বা দাবীগুলোকে ন্যাজ্য দাবী মনে করে? নাকি সবাই তাদের ব্যক্তিগত রাজনৈতিক সমর্থনকারী দলের দাবীদাওয়া সমর্থনে প্রয়োজনে রাস্তায় ঝান্ডা ধরতে প্রস্তুত যা উপরক্ত দাবীদাওয়ার পরিপন্থীও হতে পারে।
📓📓কোচ কামতার ইতিহাস নিয়ে কুইজে যোগ দিতে নিচের Link👇 এ ক্লিক করুন –
carry on ssir,,
Thank you for your precious feedback. Keep in touch with https://aboriginal.blog