হিমা দাস – প্রথম ইন্ডিয়ান যে আইএএএফ ওয়াল্ড জুনিয়র চাম্পিয়নশিপ এ স্বর্ণপদক পেয়েছিল।
হিমা দাস – 2018 তে মহিলা 4×400 মিটার রিলে ইভেন্ট এ স্বর্ণপদক পেয়েছিল। মহিলা 400 মিটার রেস ইভেন্টএও সিলভার মেডেল পেয়েছিল।
এসিয়ান গেমস এ গোল্ড মেডালিস্ট স্প্রিনটার হিমা দাস সর্বপ্রথম ইউনিসেফ, ইন্ডিয়ার ইওথ অ্যামবাসাডর নিযুক্ত হয়েছিল যা গত 29 জুলাই এ ইউনিসেফ টুইট করে জানিয়ে ছিল। । হিমা দাস এতে ভীষণ সন্মানিত বোধ করেছে এবং এও জানিয়েছে ভবিষ্যতে অনেক ছেলে মেয়ে এতে অনুপ্রাণিত হবে।
Related Posts
চাংড়ার পুরানা সেই আড্ডাটা..(আরো একবার)
ইতিহাসের আলোকে বোকালির মঠ। Bokalir Math Coochbehar
রাজবংশী জনজাতিকে নিয়ে লেখা:রাজবংশী/ কামতাপুরী ভাষা :