আলদা না-কান
📝ক্ষিতীশ বর্মন
কমেয়া আইয়ের মান।
রাজবংশী কামতা ভাই কি সুখ পান?
বুঝেন যদি ভাইয়ের টান।
এ্যাক সুরে ধরোয় আজি গান।
জাতির নদিত আইসছে বান।
এলাও কি চোকু বান্ধি থাকির চান?
ফলের যদি চান সোনালী ধান।
খাড়া করো আজি তোমার কান।
শুনিয়া না করেন আর না শুনির ভান।
যদি আইয়ের মুক্ত নদিত কইরবেনএ ছান,
অশুভ শক্তির বুকোত দ্যাও হান।
ব্যাগল না হন একটে খান।
ওইটায় হবে তোমার বড়ো দান।
আইয়ের ভাষাক না করেন আর অপ-মান,
খালি গুয়া খালি পান কাও কি-খান?
খায়া মজা, দিলে চুন,সুপারি- পান।
হামার ভাষা খানও ঠিক ওই না-কান।
মনের ওগুন যদি নায় নি-ভান
পোয়ালের খ্যার কেনে বি-ছান?
মেললা মাইনছেন বিধির বি-ধান
মনের ভুত গিলা সবায় ভা-গান!
Related Posts
চর্যাপদের টেন্টনপাদ আর লুইপাদের কামতাপুরী / রাজবংশী ভাষাত অনুবাদ – বাউদিয়া রায়।
রাজাভাতখাওয়া ইতিহাস ও প্রকৃতির মিশেল। Rajabhatkhawa History
চিকনা ধনীর নাতি নাতনি – জাতি না মাটি?- নাই কোনো টানাটানি/ বাস্তবচিত্র