জোকের ভালোবাসা
📝ক্ষিতীশ বর্মন
এ্যাকটা এ্যাকটা করি সব
দিয়া দিচুং তোক
তাও তোর মিটে নাই ভোক..
তুই ভালবাসা, তুই জোক।
শরীরটার ঠ্যাং এর নখ থাকি চুল,
বুক, পিটি, সব জায়গাত তুই
বানাছিস উদাং খেলার মাঠ।
মুই শুধু রাতি জাগেছং…
ভিজিয়া চৌকির জল বালিসত।
মুরগা টা তোর ডাকে, তবু
মোর হয় না ভোর।
এ্যাক এ্যাক করি সব অঙ্গ
নিস্তেজ হয় মোর।
তাও তোর হয় না স্বপ্ন ভঙ্গ,
হয় না মোর ভোর।
জোকের নাকান চুষি খালু ,
সবুজ তাজা রক্ত।
ঘাসের পাতা খুঁজি পালু,
মোক বানেয়া কাঠ-শক্ত।
কোনোদিন যদি ভোর হয়..
নুনের ছিটা দিয়া দেখিম।
তোর বুক ফাটি রক্ত বিরিয়া
মাটির সাথে ধুলা হয়া মিশিম।
হয়তো সেদিন..
মুক্তি হবে তোরও..
মুক্তি হবে মোরও ..
জোকের ভালোবাসা
মরণই হোক তোর
রক্ত চোষা আশা..
মরনেই হোক ভোর..!
Related Posts
প্রফেসর মহেন্দ্রনাথ রায় মহাশয়ের বক্তব্য, রাজবংশী কামতাপুরী মানুষের প্রত্যাশা।
Panchanan Barma’s Life History – Kshatriya Spirit and Tebhaga Discourse.
Discover the Incredible India