9, 10 আর 11ই অক্টোবর 2019 তারিখত মাথাভাঙ্গাত আয়োজিত শ্রী শ্রী আঈ ভান্ডানী পূজা আর উৎসবত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মানী অধ্যাপক ডঃ মহেন্দ্র নাথ রায় মহাশয়ক শ্রদ্ধার সাথত পন্চানন সদ্ভাবনা সন্মান 2019 প্রদান করা হৈল্ “সোদর সামাজিক সংস্থা” – র পক্ষ থাকি।



সোদর সামাজিক সংস্থা দীর্ঘকাল থাকি সামাজিক আরো সাংস্কৃতিক কাজের সাথত যুক্ত। “আইসো ফিরিয়া দেখি মাটির ভিতি ” – এই হৈল্ সোদর সামাজিক সংস্থার মূল মন্ত্র।



ডঃ মহেন্দ্র নাথ রায় মহাশয়ের গবেষনামূলক কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত ভাবে জানির গেইলে নিচের লিংকত ক্লিক করেন।
>>>Dr. M.N. Roy
View All Posts | আপনিও পোস্ট করুন | Advertise your Product or Service |