1793 খ্রীষ্টাব্দে ইংল্যান্ডের কর্ণওয়েলে ফ্রানসিস জেনকিন্স এর জন্ম হয়। তার পিতার নাম ছিল রেভারেন্ড জেনকিন্স। তিনি ছিলেন একজন ধর্মযাজক। ইংল্যান্ডে সৈনিক শিক্ষা সমাপ্ত করে 1810 সিলের 8ই অক্টোবর ভারতে আসেন। 1811 খ্রীষ্টাব্দে ভারতীয় সেনাবিভাগে এনসাইন হিসাবে যোগ দেন। 1816 খ্রীষ্টাব্দে তিনি লেফটেন্যান্ট পদে উন্নীত হন। এরপর 1830 খ্রীষ্টাব্দে ক্যাপ্টেন, 1849 খ্রীষ্টাব্দে মেজর ও 1851 খ্রীষ্টাব্দে লেফটেন্যান্ট কর্ণেল পদে উন্নীত হন। ফ্রানসিস জেনকিন্স ছিলেন উত্তর পূর্ব ভারতের গভর্ণর জেনারেলের এজেন্ট ও কমিশনার অফ সার্ভে। 1834 খ্রীষ্টাব্দে তিনি মিঃ. সি. রবার্টসনের কাছ থেকে উত্তর পূর্ব সীমান্তের কার্য পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। গুয়াহাটি ও গোয়ালপাড়ায় তাঁর সদর কার্যালয় ছিল। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া তিনি কোচবিহার রাজ্য পরিদর্শনে আসতেন না। 1836, 1841, 1845, 1849, এবং 1860 খ্রীষ্টাব্দে বিশেষ কাজের জন্য কোচবিহার পরিদর্শনে আসেন। 1861 খ্রীষ্টাব্দের 31শে ডিসেম্বর তাঁকে অনারারি মেজর জেনারেল উপাধিতে ভূষিত করা হয়। 1866 খ্রীষ্টাব্দের 28শে আগষ্ট তিনি ভারতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওনার নামেই কোচবিহারের জেনকিন্স স্কুল প্রতিষ্ঠা হয় 1861 খ্রীষ্টাব্দে এবং এই স্কুলের ফাউন্ডার ছিলেন কোচবিহার রাজ্যের মহারাজা নরেন্দ্রনারায়ণ।
1861 খ্রীষ্টাব্দ পর্যন্ত একটানা চাকরী করার পর তাঁর জায়গায় আসেন এইচ হপকিনসন। তাঁর যোগদানের পর কোচবিহারের মহারাজা নরেন্দ্রনারায়ণ একটি অভিনন্দনপত্র পাঠান এবং মেজর জেনকিন্স সাহেবের সঙ্গে তার সুসম্পর্কের বিষয়টি গুরুত্বপূর্ণ ভাবে তুলে ধরেন। পত্রটি হল-
Coochbehar
এর উত্তরে ক্যাপ্টেন হপকিনসন যা লিখে পাঠিয়েছেন তা নিচে দেওয়া হল।
16th March 1861
Related Posts
আলসিয়ার মাইয়ার বন্ধনের জ্বালা রাজবংশী নাটক/Bhawaiya natok/alsiar maiyar Bandhaner Jala Prt 2/Folk tv
Congratulations 💐সান্মানিক ডক্টরেট উপাধি পেলেন কামতা রত্ন ডাঙরিয়া ধর্মনারায়ণ বর্মা।
কুচবিহারের রাজকুমারীদের কথা।