আমরা সবাই জানি যে গরু গৃহপালিত পশু ও তৃণভোজী প্রাণী। কিন্ত সম্প্রতি একটা খবর পাওয়া গেল যে গরু আর তৃণভোজী নেই গরু এখন ননভেজেটেরিয়ান হয়ে গেছে। এটা কোনো বানানো খবর নয়, অস্বাভাবিক হলেও সত্যি ঘটনাই। নর্থ গোয়ার গার্বেজ ম্যনেজমেন্ট মিনিস্টার জানিয়েছেন যে ওখানকার যে ভবঘুরে গরু গুলো আছে সেগুলি ডাম্পিং গ্রাউন্ডের যেসব আবর্জনা বিশেষ করে রেস্টুরেন্ট থেকে যে চিকেন, মটন বা মাছের হাড় বা উচ্ছিষ্ট ফেলে দেওয়া হয় তা খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে। ঐ ভবঘুরে গরুর দল এখন পুরদস্তুর মাংশাসী। নর্থ গোয়ার যে জায়গার ঘটনা তা হল কালাংগুতে ও কান্ডলিম। কালাংগুতে ও কান্ডলিম হল সমূদ্র তীরবর্তী ভ্রমণকারীদের আকর্ষণীয় গন্তব্যস্থল। ভবঘুরে গরুর দলকে আপাতত ট্রিটমেন্ট এ রাখা হয়েছে।

Related Posts
North Bengal Best Rajbanshi drama | New Rajbanshi Geetinatya 2018 [part 2]
East India Youth – Heaven, How Long
Bengal Fabric by Hawthorne Threads