টগর অধিকারী
প্রবাদ প্রতিম ভাওয়াইয়া শিল্পী টগর অধিকারীর জন্ম তুফানগঞ্জের বারোকোদালী- 2 গ্রাম পন্চায়েতের দেবগ্রামত। উমার বাপের নাম শ্রীকান্ত অধিকারী আর মাও কলামতি দেবী। চার ভাই বোইনের ভিতরা টগরে সগার বড় ছিল। টগরক সগায় কানা টগর বুলি ড্যাকাইচে কারন উমরা অন্ধ ছিল। জন্মের অন্ধ না হৈলেও জন্মের দুইমাস পরে দুর্ঘটনার কারনে উমার দৃষ্টি শক্তি হারায়। উমার দাম্পত্য জীবনও দুঃখের ছিল, বিয়াওর দুই বছরের মাথাত উমার গিত্যানি পদ্মেশ্বরী দেবীর নিঃসন্তান অবস্থায় মৃত্যু হয়।



উমরা পোথোমে সঙ্গীত শিক্ষা নেন গুরু চামরু চারকিয়ার টে; ইমারটে দোতরা, বীনা আর সারিন্দা বাজা শেখেন। তারপর গুরু প্রিয়নাথ রায় ওস্তাদের টে শেখেন তবলা, হারমোনিয়াম, খোল, সারিন্দা, বেহালা আর ঢোল। গুরু প্রিয়নাথ রায়ের সাথত আসাম আর বাংলার ভাইল্যা জাগাত গান করি ব্যাড়েয়া খ্যাতি লাভ করেন। 1932 সালত পোথোম গুরু সুরেন্দ্রনাথ রায় বসুনিয়ার সোতে দেখা হয় যার শিষ্য ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দিনও ছিল। গুরু সুরেন্দ্রনাথ রায় বসুনিয়ার টে টগর অধিকারী শেখেন শাস্ত্রীয় সঙ্গীত আর ভাওয়াইয়া গান। পরে রবীন্দ্র সঙ্গীত আর নজরুল গীতিও শেখেন।
1937 সালত সুরেন্দ্রনাথ রায় বসুনিয়া বাবুর দুইখান গান রেকর্ড হয় কলিকাতার এইচ এম ভি স্টুডিওত যা ভাওয়াইয়া গানের সগার পোথোম রেকর্ড ছিল। এই দুইখান গানত টগর অধিকারী দোতরা বাজান। এই গান দুইখান গোটায় উত্তরবঙ্গ আর লোয়ার আসামত খুবে জনপ্রিয় হয়া গেচিল।



কামতাপুরী / রাজবংশী ভাষাত টগর অধিকারীর মেলা গান আছে তার মধ্যে দুইখান গান দেওয়া হৈল্ নিচত –
শিদল আওটা খায়া চেংটি মাছের গেইল্ মানসন্মান
গান ব্যবসা সখের ব্যবসা পাইসার লোভে ঝাপায়
Reference: টগর অধিকারী স্মারক গ্রন্থ , 2003// কারো টে আরো তৈথ্য থাকিলে দিবার পান।