নিজের জাত ঠিক না থাকিলে অন্যদের সম্পর্কে এমন ধারণা হয়!!

📝লেখাইয়া: মানি গনেশ রায়, Teacher, Social Worker

কে এই অসীম সরকার?? নিজেকে মহা পন্ডিত ভাবে নাকি?উয়ায় উত্তরের মানুষ সম্পর্কে কি জানে??

নিজে বহিরাগত হয়ে NRC নিয়ে কি বলে?? নাকি!!কোন্ গোষ্ঠী বা, সংগঠনকে তুষ্ট করতে এই পাগল-প্রলাপ মত্ত…..

📣📣📣নিজের মতামত রাখুন, কিন্তু এই মহা-পন্ডিতের মতো নোংরা ভাষা ব্যাবহার না করে।
১) রাজবংশীরা বাঙ্গালী নয়…. বক্তব্যে পরিস্কার ভাবে উঠে আসচ্ছে???

২) এই মহা পন্ডিতকে বলচ্ছি, কোলকাতা-ঢাকাসহ গোটা বাংলা যখন ইংরেজদের দ্বারা পরাজিত তখনও কোচবিহার ব্রিটিশ সাম্রাজ্যে অধীন ছিল না…..বন্ধু রাস্ট্র।

৩) বাঙালির এতো ঞ্জান-পাণ্ডিত্য থাকলে (এই মহানে মহান বাণীর সাপেক্ষে) পালিয়ে আসতে হলো কেনো??৪) ওপার থেকে আসা ও দক্ষিণবঙ্গ থেকে লাথি খাওয়ার পরে উত্তরবঙ্গ, আসামের সহজ-সরল রাজবংশীরা তোমাদের আশ্রয়, চাষের জমি দেওয়ার এই প্রতিদান!!

৫) কোচ-রাজবংশী মায়েদের সম্পর্কেও অপমানজনক কথা বলেছে? কে অধিকার দিলো আপনাকে?? প্রহর গুনুন,…পুরস্কার পাবেন আপনি!!!

৬) রাজবংশী ভাষা বলতে পারেন না বলতে হবে না, ভুল ভাল বলতে হবে না? খুল ও বিকৃতি করবেন না?*****পন্ডিত কি কয়?? উয়ায় উত্তরের মানসি সম্পর্কে কি জানে?? নিজের জাত সম্পর্কে সঠিক ধারনা না থাকিলে অইন্যের সম্পর্কেও ভুল ধারণা হয়…

১) রাজবংশী যে বাঙ্গালী নওয়ায়…. ইয়ার বক্তব্যত পরিস্কার করি উঠে আইসচে???

২) এই মহা পন্ডিতক কও….. কোলকাতা-ঢাকাসহ গোটায় বাংলা যেলা ইংরেজগিলা দখল করিছিলো সেলাও কোচবিহার ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল না…..বন্ধু রাস্ট্র ছিল।

৩) বাঙালির এতো ঞ্জান-পাণ্ডিত্য ভরপুর (এই মহানে মহান বাণীর সাপেক্ষে)তাহলে পালেয়া আসির নাগিল ক্যানে??

৪) ওপার থাকি আইসা আরোহ্ দক্ষিণবঙ্গত লাত্থি খাবার পরে উত্তরবঙ্গ, আসামের সহজ-সরল রাজবংশী মানসিগিলা  তোমাক জাকির জাগা,খাবার চাউল আরোহ্ চাষের জমি দিছিল। তমরা আজি এই প্রতিদান দিলেন!!

৫) কোচ-রাজবংশী মাও-বোইনি সম্পর্কেও অপমানজনক কথা কইল্যান? কায় অধিকার দিলো তোমাক?? সমাই দ্যাখো গোটায় রাজবংশী জাতি তোমাক এইবার পুরস্কার দিবে!!!

৬) রাজবংশী ভাষাত আরও করাব না পারেন…. নানায় কবার। ভুল ভাল কবার কছে কায়? ভুল ও বিকৃত করিবার নাহন??

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *