কবিতার নাম কামতা মাওয়ের রুপ - কবি রোহিত বর্মন

VSarkar
0
Kamta maoer rup

কামতা মাওয়ের রুপ

📝রোহিত বর্মন, ১১/০৯/১৯

কামতা মোরে হে মাও

তোমারে যে মুই ছাও।

দুই চোখ যায় যেদি

তোমাকে দেখোং খালি সেদি।

রসত ভরা এই গাও

গর্ব করিম তোমার ছাও।।

আখ খুলি দেখি হামা

চার পাশত তোমায় তোমা।

তিস্তা তোর্সা তোমার বুখত

গরিবের দেয় ভাত মুখত।

ঠাকুর সম্রাট জন্ম নিছে

হামাক কতো জ্ঞান দিছে।

বিশ্ব বীর চিলারায়

জন্ম দিছেন তোমায় বায়।

কুচবিহারের রাজবাড়ী

সবার দুঃখ নিছে কাড়ি।

মধু পুরের সেই ধাম

সগায় করে পূর্ণের কাম।

জলপেশ্বের সুন্দর মন্দির

বাকিরা যায় যে মজিদ।

মদন মোহন বাড়ি আজি

পূজা দিবার যায় সাজি।

পাইগুড়ির তিস্তা বুড়ি

কুচবিহারের তোর্সা বুড়া।

দিনাজপুরের জোট দেখি

এলাং আজি মনত রাখি।

মাওয়ে এলা ডুকরি কান্দে

ছাওয়ে দেখি খিবে হাসে।।

কামেখ্যার ওই খান রূপ

সগায় দেখি পায় সুখ।

রাজা- রানির জন্মো আজি

মরির জন্যে হামা রাজি।

শিলিগুড়ি ভাষার রাও

ছিটা নাগিছে হামাক হাও।

আসামত কোচ রাজবংশী

হামরা খালি রাজবংশী।

নয়ন দুইটা খুলি দেখোং

মাওয়ের দুঃখ মনত রাখং।

ডুয়ার্সের ভয়াবহ জঙ্গল

কামতা মাওয়ের করিছে মঙ্গল।

হলদিয়া গামছার রঙ

মাওয়ের ছাওয়ার খিব দম।


 Kamata Kabita

Post a Comment

0Comments

Post a Comment (0)