মুই কায় … ?
📝রোহিত বর্মন
মুই কায়?
উপেন।
মুই তো মোক চিনির না পাছো!
তোক তো ভাল করি চিনির পাছো।
জানিস উপেন মুই জানো না মোর নাম কি?
কিন্তুু জানিস উপেন তোর নাম কি, মুই জানো।
মোর শিক্ষা ছিল মনে হয় পুথিগতা!
তোর শিক্ষা ছিল মনে হয়, পুছোং রতা।
জানিস উপেন নৈজ্জা নাগে মোক!
যখন পুছ করে তোর নাম কি?
তখন মুই অং চায়া বিন্দি মরুচের
মতন করিয়া, করিম কি!
নাই উপায় ;
কারন জানো না মুই মোর পরিচয়!
মুই যদি জানির পালু হয় মোর পরিচয়,
তোর মতন উপেন, মোর আগত কি আর রয়।
জানিস উপেন;
শিপা ছাড়া যেমন গছ বাচে না,
সংস্কৃতি ছাড়া যেমন জাতি বাচে না,
মুই মোর নাম ছাড়া বাচিম না।
বাচিম না।
চুপ কর উপেন,,
খালি দেখি যা তুই
মোর পরিচয় নিকলাম
একদিন মুই।
আসিবে দিন হুইবে চেতন ,
দেখিবু তুই।
কি ছিলুং কি হলুং
যে মুই।
তুই চুপ কর উপেন,
মোক মোর মতন করি চলির দে,
তোর নাম জানি মুই খুশি রে।
আসিবে চেতন জাগিম মুই
দেখিবু খালি যে তুই।
ওইদিন থাকবু তুই মোর পাছিলা পাকত
উপেন পাছিলা পাকত।।
Related Posts
North East India – Travel Video
কামতা কোচবিহারের মানসির বাড়িত শিদল বানেবার পদ্ধতি।
Vir Chila Ray (Chilarai) – The Great Warrior