স্কুল শব্দটা আসিছে গ্রীক শব্দ থাকি। School শব্দটার আসল অর্থ জানিলে হয়ত আইজকালকার ছাত্র ছাত্রীলা বই পড়ায় শিকিয়াত তুলি থুবে।
School শব্দটার মানে হৈল্ ‘অবসরযাপন’ বা রিটায়ারমেন্ট বা leisure. School শব্দটার ভিতরা দিয়া এমন এক সমায়ওক বুঝানো হৈত যেলা সৈন্যলার আর যুয্যোত যাওয়ার দরকার নাই। চাষীভাইলা কিষিকাজ থাকি মুক্তি পাইত, বানিয়ালার ব্যবসা বন্ধ, অর্থাৎ পুরাপুরি অবসরযাপন। ঐ সমায় স্কুলত গেইলেও আর বই পড়ার ঝামেলা নাই। বই যেদু সাথত নিয়াও যায় সেইটা না খুললেও চৈলত। এইনাকান স্কুলত যাওয়ার সুযোগ খালি ধনীর বেটাবেটিলার ছিল। গল্পগুজবের ভিতরা দিয়া উমরা মেলা কিছু শিখিত আর পরবর্তীতে চাকরী পাইত।
এইটা দেখি অনেক বাপ মাও চাইত যে উমার বেটাবেটিলাও স্কুল যাউক। সমায়ের সাথত ঐ স্কুলে হয়া উঠিচে জ্ঞান লাভের কেন্দ্রবিন্দু আর তা ধীরে ধীরে গোটায় পৃথিবীত ছড়েয়া যায়।
View All Posts | আপনিও পোস্ট করুন | Advertise your Product or Service |