কবিতার নাম সন মাষিয়া দ্যাওয়া - কবি রোহিত বর্মন। Rohit Barman

VSarkar
0
সন মাষিয়া দ্যাওয়া

সন মাষিয়া দ্যাওয়া

📝রোহিত বর্মন

ঝিমির ঝিমানি ঝড়ি
সন মাষিয়া দ্যাওয়া।
হামার মানষি গাড়ে
ভালেই করিয়া রোয়া।
  
ঝিম ঝিমানি বৃষ্টি
সগায় করেছে কাম।
পাতার গেলে মানষি
নিজেরে করেছে নাম।
 
ঝড়ি আইসে গড়িয়ে
নদীত মারেছে মাছ।
মাছ বেচেঁয়া সগায়
খালিই করেছে রাজ।
 
ডাইরকা পুটি মাছ
সগারে ঘরত ভাজা।
নদীর মাছ মারিয়া
খাইছে গরম তাজা।
 
সন মাষোত আইসে
ঝড়ি সগারেই খুশি।
কাজের কামাই নাই
সগায় ঘরত বসি।
 
মন উড়াং বাড়াং
বৌউয়ে নাই বাড়িত।
সন মাষিয়া দ্যাওয়া
কেমনে যামু ঝড়িত।
 
ঝড়ি গেইল চলিয়া
সগারে মনতে গোসা।
কাজ কামাই করিয়া
সগারে পড়েছে ফোসা।
 
মন খান আন্ধার
সগায় সগায় চুপ।
দৌপরি রোদের কাম
বেড়ায় আসল রূপ।

# Kamata Kabita

Post a Comment

0Comments

Post a Comment (0)