সন মাষোত আইসে
ঝড়ি সগারেই খুশি।
কাজের কামাই নাই
সগায় ঘরত বসি।
মন উড়াং বাড়াং
বৌউয়ে নাই বাড়িত।
সন মাষিয়া দ্যাওয়া
কেমনে যামু ঝড়িত।
ঝড়ি গেইল চলিয়া
সগারে মনতে গোসা।
কাজ কামাই করিয়া
সগারে পড়েছে ফোসা।
মন খান আন্ধার
সগায় সগায় চুপ।
দৌপরি রোদের কাম
বেড়ায় আসল রূপ।
Related Posts
নির্বাচিত ভুমিপুত্রলার (?) ভুমির পত্তি কি দায়বদ্ধতা?
কামলা খাটা বাহে!
তুফানগঞ্জ এর মানষি এলাও নিন্দত আছে। People of Tufanganj Sleeping.