স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী করোনা ভাইরাসের সংখ্যা 519 ছাড়াল। এর মধ্যে 43 জন বিদেশী নাগরিকও রয়েছে। পশ্চিমবঙ্গ আর হিমাচলে করোনায় আক্রান্ত হয়ে একজন করে মারা গেছে।
বিহার – 1
পান্জাব – 1
কর্ণাটক – 1
গুজরাত – 1
দিল্লী – 1
মহারাষ্ট্র – 2
সবমিলে এখোনো পর্যন্ত 9 জন করোনার বলি হয়েছে।
👉জাপান, 2020 অলিম্পিক বাতিল করলো যা 24 জুলাই থেকে 9 আগষ্ট হওয়ার কথা ছিল। পরের বছর গ্রীষ্মে অনুষ্ঠিত হবে।
👉কেরালায় নতুন করে আরো 14জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
👉ইওরোপ মহাদেশে 2 লাখ এর উপরে মানুষ করোনা আক্রান্ত।
👉কলকাতা হাইকোর্ট আর জেলা কোর্ট গুলো 9 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
👉ইন্ডিগো বিমান পরিষেবা সংস্থা 31 শে মার্চ পর্যন্ত সমস্ত টিকিট ফ্রি ক্যান্সেলেশন করার আশ্বস্ত করল।
👉উত্তর প্রদেশে নতুন করে 2টি করোনা পজিটিভ কেস ধরা পরল।
👉ভারত থেকে সমস্ত রকম স্যানিটাইজার রপ্তানী বন্ধ হল।
👉কেন্দ্রীয় বিদ্যালয় (KV) ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত সমস্ত ছাত্র ছাত্রীদের পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল পরীক্ষায় বসতে পারুক বা না পারুক।
👉 উত্তর পূর্ব ভারত এখোনো করোনা মুক্ত। সবাই সচেতন থাকুন যাতে করোনা মুক্তই থাকে।
# West Bengal # Uttarbanga # Corona virus # COVID-19
Related Posts
Soya Milk banned for selling in e-commerce platform (India)
COVID-19 এর ভাইরাস SARS-CoV-2 এর উৎস কোথা থেকে? কিছু গবেষণামূলক তথ্য।
বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যার পরিসংখ্যান ।