করোনা ভাইরাস প্রতিরোধে নতুন ব্যাকটেরিয়া আবিস্কার!

কোরিয়ান বিজ্ঞানীরা দাবী করছে যে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া করোনা ভাইরাসের এনার্জি সোর্স পিউরিন কে অ্যাকটিভেট করতে বাধা দিয়ে ভাইরাস ছড়াতে প্রতিরোধ করে। Ehwa womans University medical centre এর গবেষক টিম এটা কনফার্ম করেছে যে সামুদ্রিক বাকথ্রোন্স (sea buckthron berry) বেরি থেকে প্রচুর পরিমানে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া lactobacillus gasseri পাওয়া যায়। এই ব্যাকটেরিয়া পিউরিন (two carbon nitrogen নিউক্লিওটাইড বেস RNA/DNA এর ) এর অ্যাক্টিভেসন কে প্রতিহত করে যা করোনা ভাইরাসের মিউটেশন এর জন্য প্রয়োজন হয়। 

ইউরোলোজি ডিপার্টমেন্টের Prof. Yoon Ha-Na বলছেন যে এই সামুদ্রিক বাকথ্রোন বেরি-তে প্রচুর পরিমানে streptococcus thermophillus আর lactobacillus rahmonosusও থাকে যাদের  কোভিড-19 এর মত একইরকম কেমিক্যাল বন্ধন। 

চীনেও এই বিষয়ে গবেষণা চলছে। তারা বলছেন যে করোনা ভাইরাস এ স্পাইক প্রোটিন থাকে, এই স্পাইক প্রোটিন মানুষের শরীরে আক্রমন করে এবং শরীরের কোষ পর্দা থেকে পিউরিন কে ব্যবহার করে তার থেকে এনার্জি সংগ্রহ করে নিজেদের সংখ্যা বৃদ্ধি করে।

Source: KBR

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *