Download কোচবিহারের রাজপ্রাসাদ – 2014 রনজিৎ দেব

প্রথম অধ্যায় ঃ কোচবিহারের রাজপ্রাসাদ কোচ রাজাদের উৎস অনুসন্ধান কিছু কথা, রাজ্যাভিষেক কাল সহ কোচ রাজন্যবর্গ, কোচবিহারের নামকরণের উৎস কথা, কোচবিহারের রাজপ্রাসাদ, রাজ-মুদ্রণালয় স্থাপনে সাহিত্যচর্চা, কোচ-রাজাদের বিলুপ্ত রাজধানী।

Download/Read Book


দ্বিতীয় অধ্যায়ঃ কোচবিহারের নৃপতিগণ প্রাগ জ্যোতিষের নৃপতিবৃন্দ – ভগদত্ত, শাঙ্কল দীপ বা শাঙ্গল দেব, নীলধ্বজ (কান্তনাথ), চক্রধ্বজ খাঁ, নীলাম্বর (কান্তেশ্বর), বিশ্বসিংহ, নর নারায়ণ, লক্ষ্মী নারায়ণ, বীর নারায়ণ, প্রাণ নারায়ণ, মােদ নারায়ণ, বসুদেব নারায়ণ, মহীন্দ্রনারায়ণ, রূপ নারায়ণ, উপেন্দ্র নারায়ণ, ধৈর্য্যেন্দ্র নারায়ণ, রাজেন্দ্র নারায়ণ,ধরেন্দ্র নারায়ণ, ধৈর্য্যেন্দ্র নারায়ণ (দ্বিতীয়বার), হরেন্দ্র নারায়ণ, শিবেন্দ্র নারায়ণ, নরেন্দ্র নারায়ণ, নৃপেন্দ্রনারায়ণ, রাজরাজেন্দ্র নারায়ণ, জিতেন্দ্র নারায়ণ, জগদ্দীপেন্দ্র নারায়ণ এবং কোচবিহারের বিচার-ব্যবস্থা।

[Buy] from Amazon


তৃতীয় অধ্যায় ঃ কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ/ রাজসভার ঘােষণাপত্র, রাজ্যাভিষেকের বিজ্ঞপ্তি, একটি ঐতিহাসিক চুক্তি, কোচবিহার বজ্যের ভারতভুক্তি, বিধানচন্দ্র রায়ের অভিভাষণ, জগদ্দীপেন্দ্র নারায়ণের বিদায় শুভেচ্ছা, তুফানগঞ্জ ও দিনহাটার প্রজাবৃন্দের সম্বর্ধনা ও মহারাজা ভূপ বাহাদুরের প্রত্যুত্তর, রাজরােষে ঠাকুর পঞ্চাননের বহিষ্কার।


চতুর্থ অধ্যায়ঃ নারায়ণী মুদ্রার প্রচলন বিশ্বসিংহ, নর নারায়ণ, রঘুদেব নারায়ণ, লক্ষ্মী নারায়ণ, প্রাণ নারায়ণ, মােদ নারায়ণ, বসুদেব নারায়ণ, রূপ নারায়ণ, উপেন্দ্র নারায়ণ, দেবেন্দ্র নারায়ণ, হরেন্দ্র নারায়ণ, শিবেন্দ্র নারায়ণ, নরেন্দ্র নারায়ণ, নৃপেন্দ্র নারায়ণ, রাজরাজেন্দ্র নারায়ণ, ধৈর্য্যেন্দ্র নারায়ণের সময়, নারায়ণী মুদ্রা রহিত বিষয়ক কয়েকটি পত্র।


পঞ্চম অধ্যায় ঃ সন্ধিপত্রঃ কোচবিহার ও অন্যান্য অহােম-রাজের সঙ্গে, কাছাড়-রাজের সঙ্গে, মণিপুর-রাজের সঙ্গে, জয়ন্তি- রাজের সঙ্গে, শ্রীহট্ট-রাজ্যের সঙ্গে, ত্রিপুরা-রাজের সঙ্গে, খাইরম-রাজের সঙ্গে, দিল্লীশ্বর আকবরের সঙ্গে, রঘুদেবের সঙ্গে, ঈশা খাঁর ও মানসিংহের সঙ্গে, পরীক্ষিৎনারায়ণের সন্ধিপত্র অহােম-বাদশাহের সঙ্গে, সুবেদার শায়েস্তা খাঁর সঙ্গে, মহারাজ প্রাণ-নারায়ণের সঙ্গে, অহােমরাজের সঙ্গে, দিল্লীর বাদশাহের সঙ্গে, মহারাজ রূপ নারায়ণের সঙ্গে, মহারাজ দেবেন্দ্র নারায়ণের সঙ্গে, ভূটান রাজার সঙ্গে, মহারাজা ধরেন্দ্র নারায়ণের সঙ্গে কোম্পানীর, ভূটানের সঙ্গে কোম্পানীর সন্ধিপত্রের প্রস্তুতি, ভূটান সন্ধিপত্র, ভূটান সন্ধিপত্র (দ্বিতীয়বার)।


ষষ্ঠ অধ্যায় ঃ রাজ-আমলের কোচবিহার পরিচয় কোচবিহারের ভারতভূক্তি, সীমা, ভূ-প্রকৃতি ও প্রশাসনিক ব্যবস্থা, কোচবিহারের রাজ-আমলের দিঘি, শিক্ষা প্রতিষ্ঠান, পার্ক, দেবদেবী ও মন্দির প্রভৃতি, সেইসময়ের হাট-বাজার, সড়ক, পথঘাট প্রভৃতি।

সহায়ক গ্রন্থ

# kochbiharer Rajprasad # Bhutan agreement

1 thought on “Download কোচবিহারের রাজপ্রাসাদ – 2014 রনজিৎ দেব”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *