ভুমিকা
জয়নাথ ঘােষ – রাজোপাখ্যান (রাজাবলী)
দেবখণ্ড
প্রথম অধ্যায় : শিবপার্বতী সংবাদে যােগিনী তন্ত্রানুসারে হীরা দেবীর ও বিশ্বসিংহের জন্মহেতু যােগিনীতন্ত্র সম্মত
দ্বিতীয় অধ্যায় : কামরূপ ক্ষেত্রের মাহত্ব ও শঙ্কা ও ঐ দেশের কোন রাজা হতে কোচের উৎপত্তি বিবরণ
তৃতীয় অধ্যায় : চিকিনা পর্বতে হীরা দেবীর জন্ম ও হীরা ও জিরার উদ্বাহ ক্রিয়া ও চন্দন মদনের জন্ম ও হীরার তপস্যা
চতুর্থ অধ্যায় :মহাদেবের হীরা দেবীর অন্বেষণে ভিক্ষাচ্ছলে কুচনী পাড়াতে গমন
পঞ্চম অধ্যায় : শ্রীশ্রী সদাশিব সহিত হীরা হেবীর সন্দর্পন
ষষ্ঠ অধ্যায় : শ্রী সদাশিব সহিত হীরা দেবীর সম্মিলন-বিশু-শিশুর জন্ম ও বিশুর মাতৃগর্ভে যােগশিক্ষা করা
সপ্তম অধ্যায় : বিশু-শিশুর বাল্যলীলা, ও বিশু-শিশুর বিষয়-মহাদেবের নিকট হীরা দেবীর প্রার্থনা
অষ্টম অধ্যায় : মহাবলি দিয়া বিশ্বসিংহের ভগবতীর পূজা ও ভয়তে পলাইয়া পর্বতে গমন ও স্বপ্নাদেশে শিবাজ্ঞা
নবম অধ্যায় : বিশ্বসিংহের দেবাভিষিক্তে রাজা হওয়া
দশম অধ্যায় ঃ তু্রকা কোটালের সহিত যুদ্ধ-মদনের পতন চন্দনকে রাজা করা ও ত্রয়োদশ বর্ষান্তে চন্দনের বিয়ােগ
একাদশ অধ্যায়: ১৪ রাজশকাতে মহারাজা বিশ্বসিংহ রাজ অভিশিক্তিতে রাজা হইয়া রাজ্য শাসন করা ও বিশ্বসিংহের তিন পুত্রের জন্ম ও হীরা দেবীর কৈলাস গমন
দ্বাদশ অধ্যায়। বিশ্বসিংহের পূত্রদিগের বিবাহ আর তাঁহাদের যােগাশ্রয়েতে গমন করা।
নরখন্ড
প্রথম অধ্যায় (মহারাজা নরনারায়ণের সময়কাল) থেকে একবিংশতি অধ্যায় (মহারাজা হরেন্দ্রনারায়ণের জন্ম)
প্রত্যক্ষ খন্ড
প্রথম অধ্যায় থেকে ত্রয়ত্রিংশৎ অধ্যায় – মহারাজা হরেন্দ্রনারায়ণের রাজ অভিষেক – শাসন ব্যবস্থা – কাশী তীর্থ ভ্রমণ।
# Rajopakhyan # Jaynath Ghosh # Kochbiherer Itihas
View All Posts | আপনিও পোস্ট করুন | Advertise your Product or Service |
One reply on “Download Book “রাজোপাখ্যান” – জয়নাথ মুন্সী (edi. by Biswanath Das 1985)”
Darun.