“উত্তরবঙ্গ” নাম রাখার যৌক্তিকতা কি? পড়ুন “উত্তরবঙ্গের ইতিহাস”

এই বইটি পড়ুন এবং যুক্তি সহকারে বিচার করুন এই অন্চলের নাম আদৌ উত্তরবঙ্গ রাখার যৌক্তিকতা আছে কিনা। ইতিহাসের যে ধারা এখানে তুলে ধরা হয়েছে সেখানে কোন্ সময়ে কোন্ রাজার আমলে কি নাম ছিল এই অন্চলের সেটা হল আসল বিষয়। বই এর মলাটে একরকম নামvআর ভিতরের বিষয়বস্তু আর একরকম সেটা তো ঠিক নয়। বুঝতে হবে সাম্রাজ্যবাদী শাসন কায়েম করার প্রচেষ্টা অতীতকাল থেকে চলে আসছে যা এখোনো বিদ্যমান। 

ধরুন “প্রাগৈতিহাসিক উত্তরবঙ্গ” – এই শব্দযুগলের কোনো ভিত্তি আছে? আপনাকে ছোটো থেকে যেভাবে বুলি শেখানো হবে আপনি সেভাবে বড় হবেন আর সেভাবেই আপনার অভিব্যক্তি প্রকাশ পাবে বড় হয়ে। আপনি যদি নিজের অন্চলের ইতিহাস না পড়েন বিভিন্ন বই ঘাটাঘাটি করে তাহলে এই একটা বই পড়ে আপনি যা বুঝবেন তাই অন্যকে বলবেন, আপনিও বলবেন “উত্তরবঙ্গের ইতিহাস” । বই টি তথ্যবহুল আশাকরি পড়বেন।

বই এর বিষয়বস্তু নিচে দেওয়া হল। mobile screen এও পড়তে পারেন। মোবাইল কে রোটেট করে পড়লে আরো ভালো ভাবে পড়া যায়। 

Read / Download Book


বিষয়-সূচী

প্রথম অধ্যায় : উপক্রমণিকা

উত্তরবঙ্গের স্বতন্ত্র ইতিহাস-চর্চার প্রয়ােজনীয়তা, উত্তরবঙ্গের সংজ্ঞা ও সীমানা, তথ্যের অপূর্ণতা বনাম অজ্ঞতা, উত্তরবঙ্গের ইতিহাসের উল্লেখ্য বিশিষ্টতা, উত্তরবঙ্গে ত্রিকেন্দ্রীক শাসন, বর্তমান গ্রন্থের লক্ষ্য ও বৈশিষ্ট্য

Amazon Price Rs. 395/ [Buy Now]


দ্বিতীয় অধ্যায় : প্রাগৈতিহাসিক উত্তরবঙ্গ 

ভূমিকা, মানব-বিকাশের ধারা ও উত্তরবঙ্গ, উত্তরবঙ্গে প্রস্তরযুগীয় সভ্যতার নিদর্শন, নেগ্রিটো জাতি-প্রবাহ ও উত্তরবঙ্গ, অস্ট্রিক-মানব-গােষঠী ও উত্তরবঙ্গ, উত্তরবঙ্গে মঙ্গোলীয় জনগােষ্ঠী, আলপানীয় নরগােষ্ঠী, ভারত তথা উত্তববঙ্গে দ্রাবিড় জনগােষ্ঠী, উত্তববঙ্গে দ্রাবিড়-সংস্কৃতিব উৎস সন্ধানে 

তৃতীয় অধ্যায় : উত্তরবঙ্গে দ্রাবিড় শাসন পুণ্ড্রবর্ধন রাজতন্ত্রের ইতিহাস

ভুমিকা, পুণ্ড্রবর্ধন-রাষ্ট্রের উদ্ভবকাল, পু্ুন্ড্ররাজশক্তির জাতি-বিচার, পূর্বভারতে আর্যাভিযান ও পুণ্ড বর্ধনের প্রতিরােধ ব্যুহ, স্বাধীন পুণ্ড্রবর্ধন রাষ্ট্রের স্থিতিকাল, মহার়াজ বলি, মহারাজ বাণ, পুন্ডরীক বাসুদেব, মহাভারতোত্তর সাহিত্যে পুন্ড্রবর্ধন, মৌর্যযুগে পুন্ড্রবর্ধন, সুঙ্গ ও কুশান যুগে পুন্ড্রবর্ধন 

চতুর্থ অধ্যায়ঃ কামরুপ ও গৌড়ীয় শাসনের ধারা

পন্চম অধ্যায়ঃ গুপ্তযুগে উত্তরবঙ্গ 

ষষ্ঠ অধ্যায়ঃ উত্তর-গুপ্ত ও গুপ্তোত্তর যুগ

সপ্তম অধ্যায়ঃ শশাঙ্কোত্তর শতবর্ষ ও উত্তরবঙ্গ 

অষ্টম অধ্যায়ঃ পালযুগে উত্তরবঙ্গ 

নবম অধ্যায়ঃ সেন আমলে উত্তরবঙ্গ 

দশম অধ্যায়ঃ বঙ্গে মুসলিম অভিযান ও প্রান্তিক উত্তরবঙ্গে মহারাজ পৃথুর প্রতিরোধ। 

একাদশ অধ্যায়ঃ প্রান্তিক উত্তরবঙ্গের ইতিহাস, স্বাধীন হিন্দুরাজ্য কামতাপুর

দ্বাদশ অধ্যায়ঃ গৌড় বরেন্দ্রের ইতিহাস  (1203-1538)

ত্রয়োদশ অধ্যায়ঃ প্রান্তিক উত্তরবঙ্গে কোচরাজতন্ত্র (1515-1772) 

চতুর্দশ অধ্যায়ঃ গৌড় বরেন্দ্রের ইতিহাস (1538-1765) 

পন্চদশ অধ্যায়ঃ প্রান্তিক উত্তরবঙ্গে কোচরাজতন্ত্র (1772-1950)

ষোড়শ অধ্যায়ঃ ইংরেজ শাসনে উত্তরবঙ্গ (1757-1857)

[wpdm_package id=’6435′]

সপ্তদশ অধ্যায়ঃ ইংরেজ শাসনে উত্তরবঙ্গ (1858-1947)

অষ্টাদশ অধ্যায়ঃ স্বাধীনতা – উত্তর উত্তরবঙ্গ , বিভিন্ন মুখ্যমন্ত্রীর আমল, রাষ্ট্রপতি শাসন।

# Uttarbanger Itihas # Sukumar Das # Prithu Raja # Kochrajtantra

# Logic behind nomenclature “Uttarbanga”, Read Uttarbanger Itihas by Sukumar Das 1982

2 thoughts on ““উত্তরবঙ্গ” নাম রাখার যৌক্তিকতা কি? পড়ুন “উত্তরবঙ্গের ইতিহাস””

Leave a Reply to Admin Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *