অপকারী শামুক (Harmful Snail)
শামুক শুধু উপকারই করেনা, শামুকের অনেক প্রজাতি আমাদের ক্ষতিও করে। শামুক তার শরীরে বিভিন্ন ক্ষতিকর পরজিবী বহন করে যা সংস্পর্শে আসলে মানুষের শরীরেও প্রবেশ করতে পারে। শামুক বাহিত বিভিন্ন রোগ হল schistosomiasis, angiostrongyliasis, fasciolopsiasis, opisthorchiasis, fascioliasis, paragonimiasis (source – wikipedia)
ঘরের ভিতরে স্থল শামুকের অযাচিত প্রবেশ থেকে রেহাই
বাড়ির দেয়ালে স্থলচর শামুক উঠলে অনেকেরই বিরক্তি প্রকাশ হয়। অনেকে সময় মেঝে ও দেয়াল বেয়ে ঘরের ভিতরেও প্রবেশ করে। ঘরের ভিতরে শামুকের অযাচিত প্রবেশ থেকে রক্ষা পেতে হলে যা যা করবেন।
ডিমের খোসা পুরোপুরি গুঁড়ো না করে ছোটো ছোটো করে টুকরো করে ভেঙে শামুকের চলার পথে ফেলে দিন।

শামুক সাধারণত স্যাঁতস্যাঁতে জায়গা পছন্দ করে, তাই মাটি সর্বদা শুকনো রাখার চেষ্টা করুন।
বিকেলে না দিয়ে সকালে গাছে জল দিলে শামুকের সমস্যা অনেক টা কমে যায়।
গাছের নিচে মরা পাতা আর আগাছা থাকলে তা তুলে ফেলুন, এরা ডাইরেক্ট সূর্যের আলো পছন্দ করেনা তাই পাতা বা আগাছার নিচে থাকার সম্ভাবনা কম
মাটির নিচে শামুকের ডিম থাকে তাই মাঝে মাঝে মাটি খুচিয়ে ডিম নষ্ট করে দিন। কাটা ফল যেমন পেপে, শশা টোপ হিসেবে ব্যবহার করেও দমন করতে পারেন।
©VS