রাজনীতি তো ঢাল মাত্র। মেইন সংঘাত কলিকাতা পরিচালিত লোকাল বাঙালী আর কামতাপুরী মনস্ক মানুষের মধ্যে। বাঙালি মনস্করা কলিকাতা প্রশাসনকে নিজের কাজে ব্যবহার করে কলিকাতা পরিচালিত বাঙালি নেতা নেত্রীর মদতে।
লোকাল বাঙালিরা চালানী রাজনীতি করতে পছন্দ করে কারন তাদের বডি এখানে থাকলেও আত্মা থাকে কলিকাতা বা বাংলাদেশের কোনো এক জায়গায়। তাদেরকে কখনোই দেখবেন না যে লোকাল রাজনৈতিক দলের সদস্য হতে বা সক্রিয় কর্মী হতে।
এরা যখন যে দল ক্ষমতায় থাকে তখন সেই দলে ঢোকার জন্য উঠে পরে লাগে।
বাংলা নিউজ পেপার গুলোও ঠিক এদের মতই আচরণ করে। রবীন্দ্র নাথ ঠাকুর বা বিদ্যাসাগর এর মূর্তি ভাঙার বিরুদ্ধে এরা যতটা প্রচার করে কোচবিহারের কোনো মহারাজার মূর্তি বা কামতা ভুমির কোনো বিশিষ্ট ব্যক্তির মূর্তি ভাঙালে ততটাই নীরব থাকে।
পরিস্কার ভাবে বলতে গেলে কোচ রাজবংশী কামতাপুরী মনস্ক বনাম কলিকাতা পরিচালিত বা বাংলাদেশ থেকে আগত বাঙালির সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক তথা রাজনৈতিক লড়াই।
Author: Krisna Kanta
View All User Posts |
View All Posts | আপনিও পোস্ট করুন | Advertise your Product or Service |