কামতাপুরী দোল সোয়ারী
দোল সোয়ারী বা দোল পূর্ণিমা কামতাপুরী মানষির এক বিশেষ উৎসব। দোল সোয়ারীর দিন আবির খেলার সাথত ঠাকুর পূজাও হয়। দোলের দিন বড় কোন মাঠ পরিস্কার করি সগারে বাড়ি হাতে ঠাকুরের খাট পাল্কির নাকান করি নিয়া আইসা হয়। তারপর লাইন ধরি ঠাকুরের খাট সাজেয়া ঠাকুর পূজা করা হয়।