বরফের ডিমা – প্রকৃতির আজব সৃষ্টি।
ফিনল্যান্ড (Finland) আর সুইডেনের মাঝামাঝি হাইলুয়োতো দ্বীপ যার সমূদ্রতটত ছোট, বড়, মাঝকিলা গোল গোল ধবধবা সাদা ডিমা। সূর্যের আলোও পিছলি যায় এই নাকান গোটায় সমূদ্রতট। আন্তর্জাতিক সংবাদমাধ্যমত বরফের ডিমার খবরে মানসির মনত কৌতুহলের সীমা নাই। হাইলুয়োতোর মারজানিয়েমির সমূদ্র তীরত 30-35 মিটার জাগা জুরি ছড়িছিটি আছে হাজার হাজার বরফের ডিমা। তবে সগারে পোথোমে এই ডিমা দেখির পান …